আগামীকাল হোলিকা দহন। সেই সঙ্গে বৃহস্পতিবার।
ABP Ananda

আগামীকাল হোলিকা দহন। সেই সঙ্গে বৃহস্পতিবার।



দোল পূর্ণিমায় অনেকেই বাড়ির মঙ্গলের জন্য সত্যনারায়ণ পুজো করেন।
ABP Ananda

দোল পূর্ণিমায় অনেকেই বাড়ির মঙ্গলের জন্য সত্যনারায়ণ পুজো করেন।



দোলে যাঁরা মা লক্ষ্মীকে ঘরে ধরে রাখতে চান, তাঁদের জন্য আছে কিছু বাস্তু টিপস।
ABP Ananda

দোলে যাঁরা মা লক্ষ্মীকে ঘরে ধরে রাখতে চান, তাঁদের জন্য আছে কিছু বাস্তু টিপস।



হোলাষ্টক থেকে হোলি পর্যন্ত আপনার বাড়ির প্রধান প্রবেশপথে একটি তোরণ লাগাতে পারেন।
ABP Ananda

হোলাষ্টক থেকে হোলি পর্যন্ত আপনার বাড়ির প্রধান প্রবেশপথে একটি তোরণ লাগাতে পারেন।



ABP Ananda

নেতিবাচকতা দূর করতে এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করতে বাঁশ গাছ স্থাপন করতে পারেন।



ABP Ananda

হোলির আগে একটি রুপোর মুদ্রা কিনুন। তারপর লাল বা হলুদ কাপড়ে বেঁধে সিন্দুকের মধ্যে রাখুন।



ABP Ananda

বাস্তুশাস্ত্র এবং হিন্দুধর্মে, কচ্ছপকে পবিত্র এবং ধাতুকে শুভ বলে মনে করা হয়।