তুলা রাশি - পরিবারে মনোমালিন্য চললে তা দূর হবে।



সিংহ রাশি - স্বাস্থ্যের বিষয়ে অবহেলা করবেন না।



মিথুন রাশি - কর্মক্ষেত্রে বসের প্রশংসা কুড়িয়ে নিতে পারবেন।



মেষ রাশি - বাড়িতে কারো সঙ্গে মনোমালিন্য চললে মেটানোর চেষ্টা করুন।



মীন রাশি - কাউকে টাকা ধার দিলে ফেরত নাও পেতে পারেন।



মকর রাশি - সহযোগীদের নিজের মনের কথা বলতে পারেন।



কুম্ভ রাশি - ঋণের আবেদন মঞ্জুর হতে পারে আজ।



কর্কট রাশি - ব্যবসায় নতুন কোনও চুক্তি সাক্ষরিত হতে পারে।



কন্যা রাশি - কোনও পুরনো রোগ ঝামেলা বাধাতে পারে।



ধনু রাশি - স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না।



বৃশ্চিক রাশি - কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না।



বৃষ রাশি - কাজে সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে।



Thanks for Reading. UP NEXT

৫ মাস ধরে কপালে দুর্ভোগ, শনির বক্র দৃষ্টিতে ৬ রাশি

View next story