কলিযুগের নানান ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছে বিষ্ণু পুরাণ বলা হয়েছে যে কলিযুগে টাকা-পয়সার পিছনে ছুটবে মানুষ

বিষ্ণু পুরাণ অনুযায়ী কলিযুগে যাঁর কাছে অর্থ থাকবে, তাঁকেই দেবতাজ্ঞানে পুজো করবেন সকলে

ভবিষ্যদ্বাণী অনুযায়ী কলিযুগে মানুষ কেবল অর্থ উপার্জন করতেই মগ্ন থাকবে সমাজের প্রতি জিনিস ও বিষয়বস্তু অর্থের চারদিকে ঘুরবে

নীতি ও নৈতিকতা উপেক্ষা করে শুধুমাত্র টাকার পিছনে ছুটবেন সকলে সুসংস্কার বা সুস্থ সমাজের রচনা শিক্ষার উদ্দেশ্য থাকবে না

বলা হয়েছে যে, কলিযুগে ব্যক্তি শুধুমাত্র অর্থ বলে রাজা হবে কে কত ধনী, কার কাছে কত টাকা রয়েছে সেটাই মূল্য বিবেচ্য হয়ে দাঁড়াবে

কোটিপতিদেরই সকলে নিজের নেতা মনে করবেন পরিবারের মধ্যে যে সবচেয়ে বেশি উপার্জন করবে, সেই সকলের নয়নের মণি হয়ে উঠবে

বিষ্ণু পুরাণ অনুযায়ী ব্যক্তির ধন বৃদ্ধির সঙ্গে সঙ্গে অহংকারও পাল্লা দিয়ে বাড়তে থাকবে