জন্মাষ্টমীর রাতে এই কাজেই মুছে যাবে ১০০ বছরের পাপ, প্রেমানন্দজীর উপদেশ

Published by: ABP Ananda
Image Source: ABP Live

রাত পোহালেই জন্মাষ্টমী তিথি শুরু। আর এই দিনে শ্রীকৃষ্ণ লাড্ডু গোপালকে নতুন বস্ত্রে সাজানোর রীতি রয়েছে।

Image Source: ABP Live

কৃষ্ণের ১০৮ নাম জপ করার নিদান দিয়েছেন প্রেমানন্দ মহারাজ।

Image Source: ABP Live

এছাড়াও এদিন কৃষ্ণলীলা কথা প্রবচন সারা দিন শোনার পরামর্শও দিয়েছেন তিনি।

Image Source: ABP Live

তামসিক খাবার (আমিষ, পেঁয়াজ, রসুন) থেকে দূরে থাকতে হবে এদিন।

Image Source: ABP Live

জন্মাষ্টমীর দিনে মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের পুজো করলে অনেক পুণ্যাদি অর্জন হয়, বলেন প্রেমানন্দ মহারাজ।

Image Source: ABP Live

এদিন গোপালকে চালের তৈরি মালপোয়া ও ঘরে বানানো মাখন ভোগ দেওয়া দরকার।

Image Source: ABP Live

জন্মাষ্টমী ব্রতকে বলা হয় ১০০ একাদশী ব্রতের সামিল।

Image Source: ABP Live

এই দিন ব্রত রাখলে প্রেমানন্দজীর কথায় ১০০ বছরের পাপমুক্তি ঘটবে।

Image Source: ABP Live

এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে এটা বলা জরুরি যে ABPLive.com কোনো প্রকার বিশ্বাস, তথ্যের সত্যতা যাচাই করে না। কোনো তথ্য বা বিশ্বাসকে কাজে লাগানোর আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Image Source: ABP Live