জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫-এ বুধ গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে



শুক্রএ সেই সময় সেখআনেই থাকবে, এই দুটি গ্রহের মিলন মীন রাশিতে হতে চলেছে।



বুধ ও শুক্রের মিলনের কারণে মীন রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে।



এমন পরিস্থিতিতে, ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত সময়টি কিছু রাশির জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে।



লক্ষ্মী নারায়ণ যোগ মিথুন রাশির জাতকদের জন্য বিশেষ। বন্ধ হয়ে যাওয়া কাজ সফলভাবে শেষ হবে। বাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে।



কর্কট রাশি হলে আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে ভাগ্য আপনার পাশে থাকবে।



কন্যা রাশি হলে, চাকরি খুঁজতে থাকা ব্যক্তিরা ভালো সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।



বৃশ্চিক রাশি হলে সামাজিক বৃত্ত বাড়বে। অর্থ সাশ্রয়ে সফল হবেন।



মীন রাশি হলে চাকরিজীবীরা নতুন বছরে কর্মজীবনে অগ্রগতির পাশাপাশি আর্থিক লাভও পাবেন।