বিনয়, সৌজন্যে বিশ্বাসী, কারও সঙ্গে দুর্ব্যবহার করেন না আবার অন্যের ঔদ্ধত্য, অসম্মানও বরদাস্ত করেন না এই রাশির জাতকরা মীন রাশির জাতকরা নিজের বা কাছের জনের অসম্মান সহ্য করেন না অন্য কেউ অসম্মানিত হলে ঢাল হয়ে ছুটে যান মেষ রাশির জাতকরা উচ্চাকাঙ্খী হন, কিন্তু অপদস্থ করেন না কাউকে কেউ অসম্মান করছেন মনে হলে, এঁরা চুপও থাকেন না বৃষ রাশির জাতকরা অত্যন্ত স্পর্শকাতর হন দুর্ব্যবহার, অসম্মান পেলে ফিরেও তাকান না এঁরা বৃশ্চিক রাশির জাতকরা একটু জটিল প্রকৃতির হন দাম্ভিক মানুষের সঙ্গে একদণ্ডও কাটাবেন না এঁরা