শারীরিক সৌন্দর্যের প্রতি আকর্ষিত হন চার রাশির জাতকরা। মনের মতো কাউকে দেখলেই আকর্ষিত হয়ে পড়ার ঝোঁক আছে এদের

ভালো করে না চেনা-জানা সত্ত্বেও, রূপ দেখে কারো প্রতি আকর্ষিত হয়ে পড়েন। এই চিন্তায় থাকেন যে, যাকে পছন্দ হয়েছে তাঁর কোনও ত্রুটি নেই

মীন - এই তালিকায় প্রথমেই রয়েছে মীন রাশি। খুবই আবেগপ্রবণ হন। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়

মীন- আকর্ষণীয় কাউকে দেখলেই সবকিছু ভুলে মন দিয়ে বসেন। সহজেই প্রেমে পড়েন এবং গভীরভাবে মন দিয়ে বসেন

ভালোবাসার গ্রহ শুক্র চালায় তুলাকে। তাই এরা খুব রোম্যান্টিক প্রকৃতির হন। আকর্ষণীয় কাউকে দেখলেই প্রেমে পড়ে যান

তুলা- এঁরা বিশ্বাস করেন যে, প্রত্যেকের জন্যই কেউ না কেউ আছে। সেই সংশ্লিষ্ট জনের খোঁজে থাকেন এঁরা

মেষ- প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান এই রাশির জাতকরা। এঁরা খুব সাহসী এবং আবেগপ্রবণ হন। সম্পর্কে জড়ানোর আগে খুব বেশি ভাবেন না

মেষ- ভালোবাসার পরতে পরতে রোমাঞ্চ অনুভব করেন। তাই, দ্রুত প্রেমে পড়ার প্রবণতা থাকে এঁদের

সিংহ- ব্যক্তিত্বে অসম্ভব আকর্ষণ থাকে। জীবন নিয়ে ইতিবাচক থাকেন। তাই কাউকে ভাল লাগলে তাঁর দিকে এগিয়ে যান

সিংহ- এঁরা প্রথম দেখাতেই প্রেমের তত্ত্বে বিশ্বাস করেন। কারো রূপে মোহিত হলে, তাঁর প্রেমে পড়ে যান