প্রেমের সম্পর্ক টেকাতে গেলে সঙ্গীর রাগের মাত্রা বোঝা খুব জরুরি



কয়েকটি রাশির জাতকেরা রেগে গেলে একেবারে ভয়ঙ্কর হয়ে ওঠেন।



কোনও কোনও রাশির জাতক জাতিকারা এতটাই রাগী যে, তাঁদের ঠান্ডা করা খুব কঠিন



প্রতিটি রাশির জাতক জাতিকার রাগ প্রকাশের নিজস্ব উপায় রয়েছে



অগ্নি রাশির জাতকরা তীব্র রাগী। এদের রাগের প্রকাশও নাটকীয়।



রাশিচক্রে ৩ টি রাশি রয়েছে যাঁদের চিহ্ন হল অগ্নি। এঁরাই সবথেকে বেশি রাগী স্বভাবের হতে পারেন



রেগে গেলে আক্রমণাত্মকও হয়ে যেতে পারেন এঁরা।



এই তিনটি রাশ হল মেষ, সিংহ, ধনু।



এঁদের রাগকে সমঝে চলতে হয় পার্টনারকে। তবে এঁরা ভালবাসায় খুব আবগপ্রবণও হন।



*ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।