কয়েকটি রাশির জাতকদের প্রেমে পড়লে হাবুডুবু খেতেই হয়। বেরোনো খুব কঠিন।



প্রেমের গভীরতায় এমন ভাবে বাঁধেন এরা, যে সম্পর্ক ভাঙার কথা ভাবাও যায় না।



এইসব রাশির জাতকদের সঙ্গে প্রেম করলে কখনও একঘেয়ে লাগে না।



প্রতিদিনই প্রেমকে নতুন করে আবিষ্কার করতে শেখান এই রাশির জাতকরা।



ধনু রাশি, বৃহস্পতি দ্বারা শাসিত। খুব সাহসি। জ্ঞানের ভাণ্ডার এঁরা। এরা আশা ছাড়েন না।



এঁদের ইতিবাচক মানসিকতা এত বেশি, এদের সঙ্গ সবাই উপভোগ করেন। হতাশ হতেই দেন না এঁরা।



বৃশ্চিক রাশি মঙ্গল এবং প্লুটো দ্বারা শাসিত। তীব্ আকর্ষণ ক্ষমতা। খুব আবেগপ্রবণ ।



এঁরা প্রেমে খুব প্যাশনেট। সঙ্গীদের হতাশ করেন না।



মেষ রাশি, মঙ্গল দ্বারা শাসিত। কর্ম এবং আকাঙ্ক্ষার গ্রহ।



মেষ রাশি নির্ভীক । প্রেমে উত্তেজনা ধরে রাখে। দুঃসাহসিক কাজ করে।