শনি বর্তমানে কুম্ভ রাশিতে বিপরীতমুখী। অক্টোবর মাসে, শনি তার নক্ষত্র পরিবর্তন করবেন।



৩ অক্টোবর শনি রাহুর শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে।



শনি প্রায় ৩ মাস রাহুর প্রিয় নক্ষত্রে থাকবে। এই সময়টি কয়েকটি রাশির জন্য বেশ উপকারী।



এই ভাগ্যবান রাশিচক্রের জাতক - জাতিকা কারা? চলুন জেনে নেওয়া যাক।



মেষ রাশির জাতক জাতিকারা শনির নক্ষত্র পরিবর্তনের ফলে অনেক উপকৃত হবেন।



স্বাস্থ্য ভাল থাকবে, ব্যবসাতেও লাভবান হবেন। চাকরি ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন



বৃষ রাশির জাতকরা শনির নক্ষত্র পরিবর্তনে বেশি লাভবান হবেন।



বিবাহিত জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে



শনির নক্ষত্র পরিবর্তনে ধনু রাশির জাতকরা খুব উপকৃত হবেন।



ব্যবসায় ভালো লাভ পাবেন। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন।