প্রাকৃতিক দুর্যোগ থেকে বিপ্লব, যুদ্ধ থেকে ধ্বংস,বহু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি ।



২০২৫ সালে কোন কোন রাশির ভাগ্য কেমন থাকবে, তা নিয়েও নাকি বলে গিয়েছিলেন নস্ত্রাদামুস।



এই সংক্রান্ত একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবিপি লাইভ তার সত্যতা যাচাই করেনি ।



আপনারাই দেখে নিন, এক্ষেত্রে তাঁর ভবিষ্যৎদ্বাণী মেলে কি না।



নস্ত্রাদামুসের মতে, মেষ রাষির জাতকরা জীবনে অনেকগুলি লক্ষ্য অর্জন করতে সফল হবেন।



বুদ্ধি ও ভাগ্য হাতে হাত মিলিয়ে চললে এ বছর অগাধ ধন-সম্পত্তির অধিকারী হবেন আপনি।



বৃষ রাশির মানুষদের জন্য এই সময়টা অনুকূল। ২০২৫ সালে,বুদ্ধি করে বিনিয়োগ করলে কপাল খুলবে।



মানসিক দৃঢ়তা কাজে লাগবে। অর্থলাভ হতে পারে বুদ্ধি করে চললে।



২০২৫ সালে, সিংহ রাশির ক্যারিশমা এবং নেতৃত্বের ক্ষমতার তারিফ করবেন প্রত্যেকে।



মকর রাশির জাতকদের আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত থাকবে। প্রচেষ্টা সফল হবে। কর্মজীবনে লাভ হবে।



নতুন আর্থিক বৃদ্ধির সম্ভাবনা আছে। দৃঢ়তার সাথে বাধা অতিক্রম করতে পারবে।