গ্রহ ও নক্ষত্রের গতিবিধির কারণে অনেক সময়ই না চাইতেও জলের মতো টাকা বের হয়ে যায় বেশ কিছু রাশি আছে যাঁদের জলের মতো টাকা ব্যয় হয় কারণে কিংবা অকারণেই তাঁরা বহু টাকা ব্যয় করে ফেলেন এই রাশির জাতকরা চাইলেও টাকা বাঁচাতে পারে না জ্যোতিষশাস্ত্র অনুসারে চারটি রাশির মানুষরা খুব ব্যয়বহুল ব্যাঙ্ক ব্যালেন্সও থাকে না এঁদের প্রায় প্রতি মাসের শেষেই পকেটে টান থাকে শখ পূরণে জলের মতো টাকা খরচ করে এই রাশি ভবিষ্যৎ নিয়ে মোটেও চিন্তিত নয় এঁরা, থাকে না টাকা বিলাসবহুল জীবনযাপন করতেই অর্ধেক টাকা বেরিয়ে যায় প্রত্যাশার চেয়ে বেশি টাকা খরচ করে এরা ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থ সঞ্চয় করতে পারে না সর্বদা আর্থিক সংকটের মুখোমুখি হয় শুধু লোক দেখানোর জন্য সমাজে প্রচুর অর্থ ব্যয় করে যত টাকা আসে, তাদের খরচও বেড়ে যায়