রাহুকে জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়।



রাহুকে কেউ কেউ পাপী গ্রহ বলা হয়। তার মানে এই নয় যে এটি সবসময় খারাপ ফল দেয়।



জীবনের আকস্মিক ভালো বা খারাপ ঘটনার পেছনে রাহুর ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।



রাহু দাম্পত্য জীবন প্রভাব বিস্তার করে এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে।



তবে রাহু কোনও কোনও রাশির ক্ষেত্রে দারুণ শুভ। ঝড়ঝাপটাতেও সেই সব রাশিকে আগলে রাখে রাহু ।



সিংহ রাশির জাতকদের জীবনে রাহু হঠাৎ আর্থিক লাভ দিতে পারে। রাহু জীবন পরিবর্তন করে দেয়।



রাশি বৃশ্চিক হলে টাকার অভাব হয় না। তারা হঠাৎ করেই জীবনে উচ্চ পদ লাভ করে।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।