আগামী ১৫ নভেম্বর, সন্ধে ৭ টা ৫১ নাগাদ, শনি কুম্ভ রাশিতে প্রত্যক্ষ হবে। এর ফলে শশ রাজ যোগ তৈরি হবে। এই প্রত্যক্ষ যোগ ৫ টি রাশির ক্ষেত্রে দারুণ ফল নিয়ে আসবে। শনির এই প্রত্যক্ষ গতি মেষ রাশির জাতকদের উপর এর প্রভাব ফেলবে। সমাজে এই রাশির জাতক জাতিকাদের সম্মান বৃদ্ধি পাবে। লাভের মুখ দেখতে পাবেন। কর্কট রাশির জাতকরা এই সময়ে আর্থিক সুবিধা পাবেন। ভাল রিটার্ন পেতে পারেন। বন্ধুদের সাহায্যে সব কাজ সহজ হয়ে যাবে। কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টা খুব মসৃণ কাটবে। মনের ইচ্ছা পূরণ হবে। রোগের কোনও লক্ষণকে অবহেলা করা যাবে না। মকর রাশি হলে জীবনে নানা ঝামেলা দূর হয়ে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনি গ্রহের এই যাত্রা খুবই উপকারী হবে। এছাড়াও, জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিছু দায়িত্ব পেতে পারেন।