প্রেমের সম্পর্কে বিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় । অনেকেই সঙ্গীর প্রতি বিশ্বাস রাখতে পারেন না। সম্পর্কে বিশ্বাস ভাঙার থেকে কষ্টের কিছু হয় না। কতগুলি রাশির জাতকরা সম্পর্কে বিশ্বাস ভাঙেন না কখনও। আপনার সঙ্গীর রাশি কি বৃষ? এই রাশির জাতকদের মতো নির্ভরযোগ্য এবং অনুগত সঙ্গী কেউ হয়না । বৃষ রাশির জাতকরা হাজার অশান্তিতেও বিশ্বাস ভাঙতে চান না। তবে ব্যতিক্রমও আছে সব ক্ষেত্রে। সঙ্গীর রাশি কর্কট ? এই রাশির জাতকদের কাছে কমিটমেন্টই শেষ কথা। কর্কট রাশির জাতকরা প্রেমিক বা প্রেমিকার জন্য অপেক্ষা করতে জানেন। কন্যা রাশির জাতকরা খুব বুদ্ধিমতি। এঁরা সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হলেও এঁরা চট করে ছেড়ে যান না। ধৈর্য ধরতে যানেন। তুলা রাশির জাতকরা সহজেই বুঝে নেন সঙ্গীর মন। প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করেন ।