দুর্গাপুজো পেরলেই লক্ষ্মীপুজো । ১৬ ও ১৭ অক্টোবর মিলিয়েই পড়েছে শারদ পূর্ণিমা তিথি। দুর্গাপুজোর পরেই যে পূর্ণিমা আসে, বাঙালির কাছে তা কোজাগরী পূর্ণিমা। মা লক্ষ্মীকে আরাধনা করার দিন। মা লক্ষ্মী সৎ মানুষদের ভালবাসেন। শান্তিপ্রিয় মানুষদের পছন্দ করেন দেবী। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে ৫ রাশির উপর বিশেষ কৃপা থাকে দেবীর। বৃশ্চিক রাশির জাতকরা খুব মেজাজি হন। এঁরা একগুঁয়েও। তবে এঁরা লক্ষ্মীদেবীর বড় প্রিয়। সাফল্য আসে হাতের মুঠোয়। ইতিবাচক দিকে চালিত হয় এঁদের একগুঁয়েমি। রাশি সিংহ হলে সারাজীবন মা লক্ষ্মীর কৃপা পান। আর্থিক চ্যালেঞ্জ পেরিয়ে যান সহজে। আপনার তুলা রাশি হলে দেবী লক্ষ্মীর কৃপায় সব জায়গায় প্রশংসিত হন। বৃষ রাশি হলে দারিদ্র্য সেভাবে ছুঁতে পারে না। দেবী লক্ষ্মী বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন। কর্কট রাশি হলে আরাম এবং প্রাচুর্যে ভরা জীবন উপভোগ করতে পারেন দেবী লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে।