বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে,শনিকে ন্যায় ও কর্মের দাতা বলা হয়। শনি ১৫ নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশিতে বিপরীতমুখী থাকবে। আগামী ৪২ দিনে কিছু রাশির ভাগ্যের উন্নতি হবে দারুণ হবে। আগামী ৪২ দিনে মেষ রাশির জাতক জাতিকাদের দিন ভাল কাটবে। আয়ের অনেক নতুন পথ আপনার জন্য খুলে যাবে। মিথুন রাশির জাতক জাতিকারাও সৌভাগ্যের দেখা পাবেন। কেরিয়ার সম্পর্কে ভাল খবর পেতে পারেন। কুম্ভ রাশি হলে আগামী ৪২ দিন শনির আশীর্বাদ পাবেন। চাকরির ভাল সুযোগ আসবে। আর্থিক সমস্যা শীঘ্রই সমাধান হবে।