২১ থেকে ২৭ জুলাই, প্রেমে কেমন কাটবে আপনার ? বিবাহিত জীবনেই বা কী রয়েছে ? মেষ রাশি - এ সপ্তাহে দাম্পত্যে খারাপ সময়। অশান্তি হতে পারে বৃষ রাশি- নব দম্পতির সন্তান সুখের যোগ। প্রেমে চলমান সমস্যা কেটে যেতে পারে মিথুন রাশি- এ সপ্তাহে রোম্যান্সে ভরপুর থাকবে। পার্টনারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে কর্কট রাশি- নতুন মানুষদের সঙ্গে পরিচয় হবে। নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে সিংহ রাশি- প্রেমের সম্পর্কে বোঝাপড়ায় সাফল্য। ছোট ছোট খুশি আসবে এই সময়ে কন্যা রাশি- প্রেমে অল্প সাবধানতা প্রয়োজন। অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন তুলা রাশি - যাকে পছন্দ করেন তাঁর কাছে নিজের চিন্তাভাবনা ব্যক্ত করতে সফল হবেন বৃশ্চিক রাশি- পুরনো বিবাদ ভুলে পার্টনারের সঙ্গে এ সপ্তাহে সময় কাটাবেন ধনু রাশি- বিশেষ কারো কাছে নিজের মনের কথা বলতে সম্পর্কে সময় দিতে হবে মকর রাশি- রোম্যান্সে ভরপুর থাকবে এ সপ্তাহ। তবে, ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন কুম্ভ রাশি - কাছের মানুষ ও বন্ধুদের সঙ্গে নিজের কথা শেয়ার করুন। তাতে প্রেমের সঙ্গী আরও কাছে আসবে মীন রাশি- প্রেমে সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। সম্পর্ক মজবুত হবে