জ্যোতিষশাস্ত্রে শনিদেবের একটি বিশেষ স্থান রয়েছে।



২৯ মার্চ, ২০২৫ তারিখে, শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে।



শনির সাড়ে সাতি চলে সাড়ে সাত বছর। তিন ধাপে চ্যালেঞ্জের মুখোমুখ হন জাতকরা ।



সাড়ে সাতি শেষ হওয়া মানে হাঁফ ছেড়ে বাঁচা। হঠাৎ করেই কেরিয়ারি ঊর্ধ্বগতি দেখা যায়।



মার্চে শনির গোচর হলে কুম্ভ রাশির জাতকদের জন্য শনির সাড়ে সাতির তৃতীয় পর্ব শুরু হবে।



মীন রাশির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব এবং মেষ রাশির জন্য প্রথম পর্ব শুরু হবে।



মকর রাশি শনির সাড়ে সাতি থেকে মুক্ত হবে। মকরের গোল্ডেন টাইম শুরু।



মার্চের পর থেকে পদোন্নতির সঙ্গে সঙ্গে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।



আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন । ব্যবসায়ীরা ভাল লাভ পেতে পারেন।



শনির প্রভাব দূর হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পড়ে থাকা কাজ শেষ হয়ে যাবে।