কিছু রাশিচক্র রয়েছে যেগুলির উপর রাশি পরিবর্তনের আগেই শনির আশীর্বাদ বর্ষণ শুরু হবে।



আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে চলেছেন শনিদেব।



তুলা রাশি হল শনির সবচেয়ে প্রিয় রাশিগুলির মধ্যে একটি। তুলা রাশিতে শনিদেব সর্বদা উচ্চ অবস্থানে থাকেন।



বড় ঠাকুরের আশীর্বাদে কর্মজীবনে উন্নতি হবে এবং এই রাশির জাতক জাতিকারা নতুন উচ্চতা স্পর্শ করতে পারে।



মকর রাশি হল শনিদেবের নিজস্ব রাশি। এই রাশির জাতক জাতিকারা কখনও আর্থিক সমস্যার সম্মুখীন হন না।



ধন-সম্পদ ও খ্যাতির দিক থেকে মকর রাশির জাতক-জাতিকাদের ওপর শনিদেবের আশীর্বাদ সবসময়ই থাকে।



শনিদেবের কৃপায় মীন রাশির জাতকদের ব্যবসা ভাল চলবে। কর্মজীবনে প্রচুর সুবিধা দেবেন।



শনিদেব ২৯ মার্চ শনিবার রাত ১১ টা ১ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবেন।



মীন রাশির জাতকরা মার্চের পরে প্রতিটি ক্ষেত্রে বাম্পার সাফল্য পেতে পারে।