শনিদেবকে গ্রহদের মধ্যে বিচারক বলা হয়। শনির দৃষ্টি কেউ এড়াতে পারে না। এই মাসে কয়েকটি রাশির ওপর শনিদেবের বিশেষ দৃষ্টি রয়েছে। অগাস্ট মাসে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কয়েকটি রাশির জাতকদের। আর্থিক লাভের হতে পারে রাশি মেষ হলে। মেষ রাশির জাতকরাই পরিশ্রমের ফল পেতে পারেন। কর্মজীবনের দিক থেকে বৃষ রাশির জাতকদের এই মাসটি ভালো যেতে পারে। অফিসে আপনার কাজের প্রশংসা হবে। প্রমোশনও পেতে পারেন কপাল খুললে। কন্যা রাশি হলে অফিসে আপনার কর্মক্ষমতা সবাইকে অবাক করে দিতে পারে। ইন্টারভিউতে ভাল ফল আসতে পারে। আত্মবিশ্বাস ধরে রাখতে হবে কন্যা রাশির জাতকদের। এই ৩ রাশির জাতকদের জন্য অগাস্ট মাস কাটতে চলেছে দারুণ। ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।