জ্যোতিষশাস্ত্রে শনিদেবের একটি বিশেষ স্থান রয়েছে। শনিকে একটি কঠিন ও নিষ্ঠুর গ্রহ বলা হয়।



শনির রাশি পরিবর্তনের জন্য কারো উপকার হয় আবার কারো ক্ষতি হয়।



মার্চেই নতুন করে শুরু হয়ে যাবে একটি রাশির সাড়ে সাতি ও ২ রাশির ধইয়া।



এখন কুম্ভ, মকর ও মীন রাশিতে শনির সাড়ে সাতি চলছে। আর ধইয়ার প্রভাবে আছেন কর্কট ও বৃশ্চিক রাশির জাতকরা।



এর পর সিংহ ও ধনু রাশিতে শুরু হবে শনি ধাইয়া। শনির ধাইয়া আড়াই বছর স্থায়ী হয়।



মীন রাশিতে শুরু হবে শনির সাড়ে সাতির প্রথম পর্ব। যার কারণে মীন রাশির মানুষদের নানা ধরনের সমস্যা হতে পারে।



এছাড়াও, কুম্ভ এবং মেষ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতি দ্বারা প্রভাবিত থাকবে।



শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে শনির সাড়ে সাতি ও ধাইয়া শুরু হয়ে যায়।



২০২৫ সালে সিংহ, ধনু, কুম্ভ, মীন ও মেষ রাশির জাতকদের সাবধান ও সতর্ক থাকতে হবে।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।