বিপত্তারিণী পূজা উপলক্ষে মহিলারা উপবাস করেন এর পাশাপাশি লাল সুতো বাধারও প্রচলন রয়েছে

এই ব্রত পালনে দেবীকে লাল সুতো দেওয়ার নিয়ম রয়েছে ১৩টি গিঁট দেওয়া সুতো দেবীকে অর্পণ করা হয়

সেই সুতোয় ১৩টি দুর্বাও বাঁধা হয় মনে করা হয় বিপত্তারিণী পুজোর সঙ্গে ১৩ সংখ্যাটি খুব গুরুত্বপূর্ণ

মনে করা হয়, এই সুতো সমস্ত অমঙ্গল দূরে রাখে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখে এই সুতো

অনেকে এই লাল সুতো সারাবছরই পরে

অনেকে আবার এই সুতো ৩ দিন পরে এরপর কোনও নদীতে বা গঙ্গায় বিসর্জন দিয়ে দেন

Thanks for Reading. UP NEXT

বজরঙ্গবলীর কৃপায় বদলে যাবে ভাগ্য, পড়ুন রাশিফল

View next story