শনিদেব ন্যায়ের দেবতা । তিনি মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেন। শনিদেব প্রায় আড়াই বছর এক রাশিতে অবস্থান করেন। সারা বছরই শনিদেব তার কুম্ভ রাশিতে থাকবেন। ২০২৫ এর ২৯ মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতকদের প্রতিকূল সময় শুরু হবে। মেষ রাশির হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ২০২৫ সালটি শনি গ্রহের অবস্থান অনুকূল নয়। চাকরি ও ব্যবসায়ও ক্ষতির আশঙ্কা আছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। শনির রাশি পরিবর্তনের জন্য কুম্ভ রাশির জাতকদের জীবনে সমস্যা আনতে পারে। দুর্ঘটনা থেকে সাবধানে থাকতে হবে। এই রাশির জাতকরা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। তবে শনি যেহেতু ন্যায়ের দেবতা, তাই ন্যায়নিষ্ঠ জীবন, অন্যের ক্ষতি না করা সব বিপদ কাটাতে পারে।