জীবনে একেবারে ঘড়ি ধরে চলেন কেউ কারও কারও আবার সময়ের জ্ঞানই থাকে না সব কাজে দেরি করে ফেলেন এঁরা কিছু রাশির জাতকের কথা বিশেষ ভাবে উল্লেখ্য মীন রাশির জাতকরা প্রথম প্রথম উৎসাহিত হলেও পরে আগ্রহ হারান ফলে সময়ে কোথাও যাওয়ার হলেও মনে থাকে না এঁদের মিথুন রাশির জাতকরা সকলের দৃষ্টি আকর্ষণ করতে চান অনেক সময় জেনেশুনেই দেরিতে পৌঁছন গন্তব্যে তুলা রাশির জাতকরা শেষ মুহূর্তে প্ল্যান বাতিল করেন এঁরা কখনও সময়ে কোথাও পৌঁছতে পারেন না বৃশ্চিক রাশির জাতকরা সময় ধরে চলতে পারেন না চেষ্টা করলেও এঁরা ব্যর্থ হন বার বার