রোজ তুলসীমঞ্চে প্রদীপ জ্বালাচ্ছেন? বড় ভুল করছেন না তো?
Published by: ABP Ananda
হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয়।
তুলসী পুজোর অনেক নিয়ম আছে
সন্ধেয় তুলসীতলায় প্রদীপ জ্বালানোর নিয়ম ও প্রথা রয়েছে।
কিন্তু সব দিন তুলসীতলায় প্রদীপ জ্বালানো উচিত নয়।
রবিবার তুলসীর পুজো করা উচিত না। বিশ্বাস করা হয় এই দিন ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন তুলসী
এই দিন প্রদীপ জ্বালিয়ে জল দিলে তুলসীর উপবাস ভেঙে যায়।
সেই কারণেই তুলসীর নীচে প্রদীপ জ্বালানো উচিত নয় রবিবার।
রবিবার তুলসী স্পর্শ করতেও বারণ করা হয়।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না।