জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে কর্মের দাতা বলে মনে করা হয়। তাঁকে সমীহ করেন সকলেই।



মকর ও কুম্ভ রাশির অধিপতি শনি। সবচেয়ে ধীর গতির গ্রহ হল শনি।



এর ফলে শনির শুভ ও অশুভ প্রভাব যে কোনও রাশির উপর দীর্ঘকাল স্থায়ী হয়।



মকর রাশি শনির প্রিয় রাশিগুলির মধ্যে একটি। মকর রাশির জাতক জাতিকারা সবসময়ই শনির আশীর্বাদ পান।



কুম্ভ রাশির জাতকদের উপর শনির প্রভাব কম থাকে বলে মনে করা হয়। এদের আর্থিক সমস্যায় পড়তে হয় না।



মকর ও কুম্ভ রাশির জাতক ছাড়াও, তুলা রাশির- জাতকদের প্রতিও শনিদেব সদয় হন



তুলা রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের আশীর্বাদ সবসময় থাকে। তুলা রাশিতে শনি উচ্চপদস্থ।



তুলা রাশির জাতকদের জীবনে শনিদেব সবসময় সুখ ও সমৃদ্ধি প্রদান করেন।



জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্রের রাশি বৃষ রাশির প্রতি শনিদেব অত্যন্ত সদয়। বৃষ রাশির জাতকদের উপর শনির অশুভ প্রভাব খুব কম।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না।