শনিকে রাগী স্বভাবের মনে করা হয়

জ্যেতিষশাস্ত্রে, শনিকে কর্মফলদাতা বলে মনে করা হয়। কারণ, তিনি কর্ম অনুযায়ী ফল দেন

মকর ও কুম্ভ রাশির অধিপতি শনি

গ্রহদের মধ্যে শনিকে সবচেয়ে ধীরে চলা গ্রহ বলে মনে করা হয়

তাই, কোনও রাশির ওপর শনির শুভ ও অশুভ প্রভাব দীর্ঘদিন ধরে চলে

মকর ও কুম্ভ ছাড়াও, তুলা রাশির জাতকদেরও কৃপা করেন শনি

শনি তুলা রাশির ওপর বসে থাকলেও এই রাশিকে শুভ ফলই দেন

তুলা রাশির জাতকদের সবসময় সুখ ও সমৃদ্ধি দিয়ে থাকেন শনি

তুলা রাশির জাতকরা যে কাজই করুক তাতেই তিনি সাফল্য পান

সাড়েসাতি ও ধাইয়া চলার সময়ও এই রাশির জাতকদের বেশি বিরক্ত করেন না শনি