২০২৫ সালে রাশি পরিবর্তন করবেন গ্রহরাজ শনি। তাঁর এই পরিবর্তন ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলবে বেশ কয়েকটি রাশির উপর।



আবার ২০২৫ সালে, দেবগুরু বৃহস্পতিও তার রাশি পরিবর্তন করবেন। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে গমন করবেন।



শনিদেব মার্চ মাসে রাশি পরিবর্তন করবেন। তার ফলে ৩ টি রাশির জাতকরা বেশি উপকৃত হবেন।



এই ৩ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যেতে পারে। এছাড়াও, অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে।



মকর রাশির জাতকরা শনিদেবের রাশি পরিবর্তনের কারণে সর্বাধিক সুবিধা পাবেন।



এই রাশির জাতকরা সাড়ে সাতির প্রভাব থেকে মুক্তি পাবেন।



একই সঙ্গে কর্কট ও বৃশ্চিক রাশির জাতকরা শনির প্রভাব থেকে মুক্তি পাবেন ।



বৃষ রাশি হলে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি হতে পারে। সম্মান বৃদ্ধি হবে।



তুলা রাশির জাতকরা শত্রুদের ভয় থেকে মুক্তি পাবেন। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন।



মকর রাশির জাতক হলে আত্মবিশ্বাস বাড়বে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে। আটকে থাকা টাকা পাওয়া যাবে।