শনি মহারাজকে কর্মফল দাতা বলা হয়। তিনি বিচারক গ্রহ। যখনই শনিদেব তার গতিবিধি পরিবর্তন করেন, তখন সমস্ত রাশির উপর প্রভাব পড়ে। শনি আগামী ২৫ নভেম্বর কুম্ভ রাশিতে মার্গী হবেন শনি। বিপরীতমুখী অবস্থায় শনি স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী ও প্রভাবশালী। বিপরীতমুখী শনি ৩ রাশির জাতকদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। মকর রাশি শনির বিপরীত গতির নেতিবাচক প্রভাব পাবে। স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। কুম্ভ রাশি হলে নতুন কাজ শুরু করা এড়ানো উচিত। কর্মক্ষেত্রে কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে। মীন রাশি হলে ছোট ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। শনির প্রভাবে মানসিকভাবে অস্থির থাকবেন, আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে।