বিশ্বকর্মা পুজোয় গঠিত শূল যোগ এবং ধৃতি যোগ যার জেরে ভাগ্যচক্রে চরম প্রভাব পড়তে চলেছে বিশ্বকর্মা পুজোর এই দিনটি কন্যা সংক্রান্তি নামে পরিচিত এর কারণে ভাগ্য খুলবে তিন রাশির গ্রহের পরিবর্তনের শুভ ও খারাপ দুই প্রভাবই পড়ে সাধারণের জীবনে ১৭ সেপ্টেম্বর শুরু হবে ভাদ্র সংক্রান্তিও, সেই প্রভাবও থাকছে পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টিশক্তির দেবতা বিশ্বকর্মা ব্রহ্মাণ্ডের দিব্য স্রষ্টা তিনি, যার প্রভাব থাকবে এই তিন রাশিতে যারা চাকরি খুঁজছেন তারা নতুন চাকরি পাবেন বৈবাহিক জীবন হবে সুখের, সকল ভুল বোঝাবুঝি দূর হবে ভাল সময় শুরু হচ্ছে মীন রাশির জীবনে, আর্থিক উন্নতি নতুন কোনও কাজের সুযোগ আসতে পারে আগামী কয়ের মাসে প্রচুর সম্পত্তি পেতে পারেন দাম্পত্য জীবন হবে সুখের, সমাজে নতুন পরিচয়