ভালবাসার সম্পর্ক পরিণতি পায় না সর্বদা ভালবাসলে পেতে হয় আঘাতও, মনে থেকে যায় ক্ষত সময়ের সঙ্গে প্রলেপ পড়ে কারও, কেউ কেউ বয়ে বেড়ান বৃশ্চিক রাশির জাতকরা অত্যন্ত সংবেদনশীল হন হৃদয়ের ক্ষত বয়ে বেড়ান সারাজীবন কর্কট রাশির জাতকরা সম্পর্কে নিরাপত্তা খোঁজেন নিরাপত্তাহীনতার অনুভূতি তাড়িয়ে বেড়ায় এঁদের কুম্ভ রাশির জাতকরা হাত ধরার মানুষ খোঁজেন কেউ হাত ছাড়লে মনে রাখেন সারাজীবন মেষ রাশির জাতকরা সঙ্গীর উপর নির্ভরশীল হন সেই জায়গা খালি হলে, নিজেদের হারিয়ে ফেলেন