মার্চ মাসেই শনির গোচর হতে চলেছে

শনিবার, ২৯ মার্চ শনি কুম্ভ থেকে মীন রাশিতে যাত্রা করবে

আপনি যদি শনির গোচরের আগে শনিদেবকে খুশি করতে চান এবং শনির সাড়েসাতি ও ধাইয়া থেকে মুক্তি পেতে চান

তাহলে শনিবারে অবশ্যই করুন এই প্রতিকারগুলি

শনি সাড়েসাতি এবং শনি ধাইয়ার অশুভ প্রভাব থেকে বাঁচতে শনিবার কালো তিল দান করুন

শনিবার শনিদেবের মূর্তিতে তেল অর্পণ করুন

শনিবার শনিদেবের মন্ত্র ১০৮ বার জপ করুন। এতে শনি সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব কমে যায়। শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়

শনিদেবকে খুশি করতে শনিবার কালো কুকুরকে খাবার খাওয়ান, এমনটা করলে সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব কমে যায়

ন্যায়ের দেবতা শনিদেবকে খুশি করতে অবশ্যই অভাবী মানুষের সেবা করুন

শনিদেব মানুষকে তাঁদের কর্ম অনুসারে ফল দেন, তাই শুভ ফল পেতে হলে শুভ কাজ করতে হবে