এই বছর শনির গোচর হবে ২৯ মার্চ। সঙ্গে সঙ্গে সাড়ে সাতি শুরু হবে মেষ রাশির।
ABP Ananda

এই বছর শনির গোচর হবে ২৯ মার্চ। সঙ্গে সঙ্গে সাড়ে সাতি শুরু হবে মেষ রাশির।



মেষ রাশির উপর সাড়ে সাতির প্রভাব থাকলেও, কার কেমন কাটবে, তা অনেকটাই নির্ভর করে তাঁর কর্মফলের উপর।
ABP Ananda

মেষ রাশির উপর সাড়ে সাতির প্রভাব থাকলেও, কার কেমন কাটবে, তা অনেকটাই নির্ভর করে তাঁর কর্মফলের উপর।



মেষ রাশির জাতকদের জন্য এই বছরটা চ্যালেঞ্জে ভরা থাকতে পারে।
ABP Ananda

মেষ রাশির জাতকদের জন্য এই বছরটা চ্যালেঞ্জে ভরা থাকতে পারে।



কোনও শত্রুস্থানীয় ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা  রয়েছে
ABP Ananda

কোনও শত্রুস্থানীয় ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে



ABP Ananda

সারা বছর ধরে এই রাশির মানসিক সমস্যা হতে পারে নানারকম।



ABP Ananda

রাহুর প্রভাবে পেটের রোগ এবং অর্থের অপচয় হওয়ার আশঙ্কা থাকবে।



ABP Ananda

রকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সমস্যার সম্মুখীন হতে পারেন।



ABP Ananda

কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ অপ্রয়োজনীয় জটিলতায় আটকে যেতে পারে।



ABP Ananda

অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলুন এবং সংযত আচরণের মাধ্যমে পরিস্থিতি সমাধান করুন।