জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি ২০২৫ সালে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। আগামী ২৯ মার্চ শনি কুম্ভ রাশি ছেড়ে বৃহস্পতির মীন রাশিতে প্রবেশ করবে। তখন তৈরি হবে শশ রাজ যোগ। উপকৃত হবে তিন রাশি। বৃষ রাশির জন্য দারুণ প্রমাণিত হবে শশ রাজ যোগ। আয় ভাল বৃদ্ধি পাবে। তুলা রাশি হলে সুনাম বাড়বে। চাকরি পরিবর্তনে ভাল খবর পাবেন। ধনু রাশি হলে কর্মজীবনে যে যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা দূর হবে। রাশি মকর হলে দীর্ঘ সংগ্রামের পর আপনি আপনার কর্মের ফল পাবেন। শশ রাজ যোগে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ধনী হওয়ার ভালো সুযোগ রয়েছে। ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।