সূর্য-মঙ্গলের প্রতিযুতি যোগ, লক্ষ্মীবারেই বিরাট লাভের সুযোগ ৩ রাশির



জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১৬ জানুয়ারি সকাল ৮ টা ৬ মিনিটে সূর্য এবং মঙ্গল একে অপরের থেকে ১৮০ ডিগ্রি কোণে থাকবে



প্রতিযুতি যোগ কন্যা রাশির জাতকদের জন্য সুখ বয়ে আনবে।



কন্যা রাশির ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনাও রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে।



সূর্য ও মঙ্গল গ্রহের মিলন তুলা রাশির জাতকদের জন্য খুবই লাভদায়ক হবে ।



আর্থিক লাভ পাবেন এবং চাকরি ও ব্যবসায় দ্রুত উন্নতি হবে।



সূর্য ও মঙ্গল যোগ ধনু রাশির জাতকদের জন্য সুখ আনতে পারে।



আয় দ্রুত বৃদ্ধি পেতে পারে। সম্পর্কের মধ্যে আনন্দের মুহূর্ত আসবে।