টাকা-পয়সা নিয়ে
অসাবধানী কেউ কেউ


কেউ কেউ আবার
ভীষণ সাবধানী


একটি পাই পয়সাও
এদিক ওদিক হয় না


কিছু রাশির কথা
বিশেষ ভাবে উল্লেখ্য


মকর: আয়-ব্যয়ের মধ্যে
ভারসাম্য রাখতে জানেন


মকর: ভবিষ্যতের কথা ভেবে
আগে থেকেই সাবধানী


কন্যা: প্রয়োজন বুঝে
খরচ করেন এঁরা


কন্যা: দরদাম করতেও
পিছপা হন না


বৃষ: কারও উপর
নির্ভর করেন না


বৃষ: নিজে নিজের জন্য
সঞ্চয় করেন


বৃশ্চিক: কেউ কেউ কৃপণ
বলেন এঁদের


বৃশ্চিক: টাকা-পয়সা নিয়ে
এঁরা দূরদর্শী


কর্কট: হাড়ভাঙা পরিশ্রম করেন,
সেই টাকা জমাতেও জানেন


কর্কট: আর্থিক নিরাপত্তা এঁদের
সবচেয়ে বড় লক্ষ্য


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্য নিয়ে মতামত এবিপি লাইভের নেই।
প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।