মুখের কথা বেরিয়ে গেলে
ফেরানোর উপায় থাকে না


তাই বাক্যবাণে সংযম
রাখা অত্যন্ত জরুরি


ভাবনা-চিন্তা করেই কথা
বলার পরামর্শ দেওয়া হয়


এ ব্যাপারে সিদ্ধহস্ত
কিছু রাশির জাতক


তুলা: সম্প্রীতির কথা
মাথায় থাকে এঁদের


তুলা: তাই কিছু বলার আগে
ভাবনা-চিন্তা করেন


কন্যা: উল্টোপাল্টা কথা বলে
হাসির খোরাক হতে চান না


কন্যা: তাই ভেবেচিন্তে
কথা বলেন এঁরা


মকর: এঁরা বিরোধিতায়
জড়াতে চান না


মকর: তাই যেখানে সেখানে
মুখও খুলতে চান না


বৃষ: এঁরা এমনিতেই
মুখচোরা হন


বৃষ: কথা বলার সময়
সামলে চলেন


বৃশ্চিক: এঁরা সবদিক খতিয়ে
দেখেই মতামত জানান


বৃশ্চিক: যতটা সম্ভব নরম
সুরে কথা বলেন


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে
সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই।)