ঘরে লক্ষ্মীকে ধরে রাখতে গেলে কয়েকটি নিয়ম মেনে চলতে হয়।
ABP Ananda

ঘরে লক্ষ্মীকে ধরে রাখতে গেলে কয়েকটি নিয়ম মেনে চলতে হয়।



কয়েকটি  বাস্তু টিপস মেনে চললে সমৃদ্ধি আপনার সঙ্গেই চলবে।
ABP Ananda

কয়েকটি বাস্তু টিপস মেনে চললে সমৃদ্ধি আপনার সঙ্গেই চলবে।



বাস্তুতে বলা হয়েছে, ঘুমানোর সময় পা উত্তর দিকে এবং মাথা দক্ষিণ দিকে থাকা উচিত।
ABP Ananda

বাস্তুতে বলা হয়েছে, ঘুমানোর সময় পা উত্তর দিকে এবং মাথা দক্ষিণ দিকে থাকা উচিত।



পূর্ব দিকে মাথা এবং পশ্চিম দিকে পা রেখে ঘুমাতে পারলেও ভাল
ABP Ananda

পূর্ব দিকে মাথা এবং পশ্চিম দিকে পা রেখে ঘুমাতে পারলেও ভাল



ABP Ananda

পা কখনই পূর্ব বা দক্ষিণ দিকে করে ঘুমানো উচিত নয়, এভাবে ঘুমো লে গুরুতর রোগে ভুগতে পারেন ।



ABP Ananda

বাস্তুশাস্ত্রে বলা হয়, এই নিয়ম অনুসরণ করেন তাঁদের কর্মজীবনে কোনও বাধার সম্মুখীন হতে হয় না।



ABP Ananda

শাস্ত্র অনুসারে, প্রত্যেকের সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত।



ABP Ananda

এই নিয়ম মেনে চললে ঘরে থাকবে ইতিবাচক প্রভাব। নেতিবাচক শক্তি ঢুকতে পারবে না।