অটল পেনশন যোজনা হল মোদি সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। যাতে প্রতি মাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।
যদি স্বামী- স্ত্রী উভয়েই এই স্কিমের জন্য আবেদন করেন, তবে তারা মাসে ১০,০০০ টাকার সুবিধা পাবেন।
যদি কোনও কারণে ৬০ বছর বয়সের আগে বিনিয়োগকীরার মৃত্যু হয়, তবে এই অটল পেনশন যোজনার অর্থ বিনিয়োগকারীর স্ত্রীকে দেওয়া হবে।
কোনও কারণে স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু হলে এই পেনশনের টাকা নমিনি পাবেন।
এই স্কিমে আপনি একজন সদস্যের নামে মাত্র ১টি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি ব্যাঙ্কের মাধ্যমে এই স্কিমে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন।
এই বিনিয়োগের ভিত্তিতে ৬০ বছর পর আপনি ১০০০- ৫০০০ টাকা মাসিক পেনশন পাবেন।
এই স্কিমে টাকা রাখলে আয়করের ধারা 80CCD এর অধীনে কর ছাড়ের সুবিধা পাবেন।