পুরুষদের গ্রুমিংয়ের একটা বড় অংশ জুড়ে থাকে দাড়ি কাটা বা শেভিং। ঠিকমতো দাড়ি কাটতে গেলে হাতে সময় রাখতে হয়। খেয়াল রাখতে হয় আরও কিছু দিকে। সামান্য় উষ্ণ জলে মুখ ধুয়ে নিতে পারেন। দাড়ি কাটার ব্লেডও উষ্ণ জলে ভিজিয়ে রাখুন। প্রতিবার ব্লেড বদলান। যদি মাল্টি-বেল্ড রেজার ব্য়বহার করেন, তাহলেও নির্দিষ্ট সময় অন্তর রেজার বদলে ফেলুন। দাড়ি কাটার আগে মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারেন। তারপর ফোম বা ক্রিম মাখুন। ক্রিম, ফোম বা অয়েল যাই ব্য়বহার করুন। ব্রাশ দিয়ে ঠিকমতো লাগাতে হবে। তাহলে মসৃণ হবে দাড়ি কাটা। অনেকে দাড়ির প্যাটার্নের উল্টোদিকে ব্লেড চালান তাতে ইনগ্রোন হেয়ার তৈরির ঝুঁকি বাড়ে, কেটেও যেতে পারে। খুব প্রয়োজন না হলে একই জায়গায় দুবার ব্লেড চালানোর দরকার নেই। ত্বকের ক্ষতি হয়। অ্যালকোহল-যুক্ত আফটারশেভ ব্যবহার করলে অনেকের সমস্যা হয়। তাঁরা নন অ্য়ালকোহলিক ক্রিমবেসড আফটারশেব ব্যবহার করুন। দাড়ি কাটার পর, অবশ্যই ময়েশ্চরাইজার ব্য়বহার করতে হবে। ত্বকের জন্যই অত্যন্ত প্রয়োজন।