ক্রমশ চড়ছিল সোনার দর। সোমবার বাজার খুলতেই সামান্য কিছুটা কমল সোনার দর।

এইচডিএফসি সিকিউরিটিজ জানাচ্ছে, সোমবার দিল্লিতে প্রতি দশ গ্রামে ৪৩ টাকা কমেছে ২৪ ক্য়ারেট সোনার দাম।

সোমবার দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দশ গ্রামের দাম নেমেছে ৫১ হাজার ২২৭ টাকায়।

আগের দিন দিল্লিতে ১০ গ্রাম সোনার দাম ছিল ৫১ বাজার ২৭০ টাকা।

স্বস্তি দিয়ে দাম কমেছে রুপোরও। সোমবার দিল্লিতে এক কেজির রুপোর দাম ৬২ হাজার ৩৯৩ টাকা।

সোমবার দিল্লিতে প্রতি কেজিতে ৬২ টাকা কমেছে রুপোর দাম।

সোমবার কলকাতায় ২৪ ক্য়ারাট সোনার দাম প্রতি দশ গ্রামে ৫১ হাজার ৭১০ টাকার আশেপাশে।

সোমবার কলকাতায় ২২ ক্যারাট সোনার প্রতি দশ গ্রামের দাম ছিল ৪৭ হাজার ৫০০ টাকা।

কলকাতায় সোমবার রুপোর দাম ছিল প্রতি কেজিতে ৬২ হাজার ৫০০ টাকা।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম ছিল আউন্স প্রতি ১৮৭১ মার্কিন ডলার। এদিন আন্তর্জাতিক বাজারে ওঠানামা করেনি সোনার দাম। বলেছেন HDFC সিকিউরিটিজের বিশ্লেষক তপন প্যাটেল।