আগামী ১লা এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে বলিউড অভিনেতা জন আব্রাহামের নতুন ছবি 'অ্যাটাক' 'অ্যাটাক' ছবিতে জন আব্রাহামের সঙ্গে দেখা যাবে রকুলপ্রীত সিংহকে 'অ্যাটাক' ছবির প্রোমোশনে এদিন জন আব্রাহামের সঙ্গে রকুলপ্রীত সিংহকে দেখা যায় সদ্য কয়েকদিন আগেই অ্যাটাক ছবির ট্রেলার মুক্তি পায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'অ্যাটাক'-এর ট্রেলার পোস্ট করেন জন আব্রাহাম এই ছবিতে জন আব্রাহামকে একজন সুপার হিউম্যান সোলজারের ভূমিকায় দেখা যাবে যাঁকে দেখা যাবে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী হামলার হাত থেকে মানুষকে রক্ষা করতে মাত্র দু মিনিটের ট্রেলারে নাগাড়ে শত্রু নিধনের ভূমিকায় দেখা যায় অভিনেতাকে এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রকাশ রাজ, রত্না পাঠক শাহকে ড. জয়ন্তীলাল গাড়া, জন আব্রাহাম এবং অজয় কপূর প্রোডাকশনসের ছবি 'অ্যাটাক পার্ট ওয়ান' পরিচালনা করছেন লক্ষ্য রাজ আনন্দ