ভারতের বাজারে তাদের ফ্ল্যাগশিপ বিলাসবহুল মডেল নিয়ে এল আউডি (Audi) । কিয়ারা আডবাণীর হাত ধরে দেশে দেখা গেল 2022 Audi A8 L-এর প্রথম ছবি।

ABP Ananda

প্রথম দেখাতেই গাড়ি থেকে চোখ সরাতে পারবেন না। ফ্ল্যাগশিপ এই সেডানে বিলাসবহুল অনেক বৈশিষ্ট্য দিচ্ছে কোম্পানি।

ABP Ananda

গাড়ির সামনে এবার আর ক্রোম গ্রিল দেখতে পাবেন না। পরিবর্তে ক্রোমের জাল নকশা ব্যবহার করেছে এই জার্মানির কোম্পানি।

ABP Ananda

নতুন গ্রিলের পাশেই পাবেন ডিজিটাল ম্যাট্রিক্স এলইডি হেডল্যাম্প। এছাড়াও নতুন ১৯-ইঞ্চি টারবাইন ডিজাইনের অ্যালয় হুইল দেখা যাবে গাড়িতে।

এই গাড়িতে আসন পিছনের দিকে অনেকটাই এলিয়ে দিতে পারবেন যাত্রী। এইরকম একটি বিলাসবহুল সেডানে রয়েছে 'রিক্লাইনার'-সহ ৩ আসনের আরামদায়ক প্যাকেজ।

ABP Ananda

যেখানে পাবেন আসনের মধ্যেই আলাদা ফুট ম্যাসাজারের ব্যবস্থা। গাড়ির দাম শুরু হচ্ছে ১.২৯ কোটি টাকা থেকে।

গাড়ির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ২৩টি স্পিকার সহ একটি B&O 3D অডিও সিস্টেম, ৪ জোন ক্লাইমেট কন্ট্রোল, সফট ক্লোজ ডোর, 3d সার্উন্ড ভিউ ক্যামেরা।

ABP Ananda

এই সেডানে দেওয়া হয়েছে বিশেষ সাসপেনশন সেটআপ। যা ক্যামেরায় স্পিড বাম্প দেখলেই রাইডের উচ্চতা বাড়িয়ে দেয়।

ইঞ্জিনের ক্ষেত্রে একটি ৩.০ লিটারের টার্বো পেট্রল ভি৬ ইঞ্জিন দেওয়া হয়েছে। যার সঙ্গে একটি ৪৮ভি হালকা হাইব্রিড প্রযুক্তি জুড়ে দিয়েছে কোম্পানি।

নতুন A8 L ৫ আসন, ৪ আসনে পাওয়া যায়।

নতুন A8 L ৫ আসন, ৪ আসনে পাওয়া যায়।

কাস্টমাইজশনের ক্ষেত্রে নতুন A8 L-এ ৫৫টি বাহ্যিক রং ৮টি অভ্যন্তরীণ রং, ৭টি কাঠের ইনলে ও আরও অনেক বিকল্প পাওয়া যায়।