সুদ ওঠানামার বাজারে এখনও এই সরকারি স্কিম দিচ্ছে দারুণ সুবিধা। ৫ বছর এই প্রকল্পে বিনিয়োগ করলে ভাল রিটার্নের সঙ্গে পাবেন আয়কর ছাড়ের সুবিধা।

স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) একটি ঝুঁকিমুক্ত সঞ্চয়ের দুর্দান্ত স্থান।

সাধারণত পাঁচ বছরের ব্যাঙ্ক এফডি রেট ৫.৫ শতাংশ হয়ে থাকে। সেখানে NSC ৬.৮ শতাংশ রিটার্ন দেয়।

এই সঞ্চয় প্রকল্পের জন্য কেবল এককালীন টাকা দেওয়ার প্রযোজন। NSC স্কিমে বিনিয়োগ করলে আমানতকারী 80C-এর অধীনে আয়কর ছাড় পাবেন।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম ১০০০ টাকার বিনিয়োগ প্রয়োজন৷

একজন প্রাপ্তবয়স্ক তার নিজের জন্য বা নাবালকের জন্য একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০ বছর বয়সে কোনও নাবালক এই অ্যাকাউন্ট খুলতে পারে।

এই স্কিমের অধীনে যতখুশি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। জমার তারিখ থেকে পাঁচ বছর পূর্ণ হলে আমানতের মেয়াদ পূর্ণ হবে।

বার্ষিক ৬.৮ শতাংশের একটি আকর্ষণীয় সুদের হারের সাথে, ১০০০ টাকার আমানত ৫ বছর পরে বেড়ে ১৩৮৯.৪৯ টাকা হয়৷

যার অর্থ, কেউ এই স্কিমে ২ লক্ষ টাকা জমা করলে তা পাঁচ বছরে ৭৭,৮৯৯ টাকা সুদ দেবে। যা প্রায় ৮০ হাজার টাকার সমান।

নিয়ম অনুসারে ওই ব্যক্তি National Savings Certificate স্কিমে টাকা জমা করে মাত্র পাঁচ বছরে প্রায় ২.৭৭ লক্ষ পাবেন।