Audi Q5 launch: দুর্দান্ত লুকে এল অডির নতুন গাড়ি

পেট্রল মডেলেই দেখা যাবে গাড়ি।স্ট্যান্ডার্ড হিসাবেই S-Tronic ডুয়াল ক্লাচ গিয়ারবক্স দেওয়া হয়েছে এসইউভিতে।

৫৮.৯ লক্ষ টাকা থেকে দাম শুরু

প্রিমিয়াম ভ্যারিয়েন্টের এক্স শোরুম প্রাইস ৫৮.৯ লক্ষ। টেকনোলজি মডেলের দাম ৬৩ লক্ষ ৭৭ হাজার টাকা ।

পিছনে দেখুন পাল্টে গেছে..

আগের থেকে অনেক বেশি স্লিক ডিজাইন। রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে পিছনে।

আগের থেকে বড় টাচক্রিন

গাড়িতে আরও বড় ১০.১ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট । Audi Q5-এ রয়েছে 'থ্রি-জোন ক্লাইমেট কন্ট্রোল'।

২ লক্ষ টাকা বুকিং প্রাইস

কোম্পানি আশাবাদী, আগের মডেলের মতোই বাজারে ভাল বিক্রি হবে এই বিলাসবহুল এসইউভি।

দেখলেই নজর কাড়বে ক্রেতার

ডিজিটাল ককপিট ছাড়াও ওয়্যারলেস চার্জিং, ড্রাইভার মেমরি-সহ পাওয়ার-অ্যাডজাস্ট ফ্রন্ট সিট রয়েছে গাড়িতে।

সামনে নতুন এলইডি ডিআরএলস

বদলে গিয়েছে গাড়ির ফ্রন্ট লুক। অনেক বেশি স্লিম হয়েছে হেডল্যাম্প ও ডিআরএলস।

New Audi Q5 : কেবিন কেমন গাড়ির ?

বড় প্যানোরামিক সানরুফ, ড্রাইভার মেমরি-সহ পাওয়ার-অ্যাডজাস্ট ফ্রন্ট সিট গাড়িতে।

চার চাকায় পৃথিবী !

বদল হয়েছে ১৯ ইঞ্চির অ্যালোয় হুইলে। আরও বেশি স্পোর্টি লাগছে গাড়ি।

প্রথম দেখাতেই বাজিমাত !

গাড়িতে অবশ্যই থাকছে কোয়াত্রো। বড় গ্রিলের সঙ্গে এবার Q5 পেয়েছে নতুন বাম্পার।