হিরো এক্সট্রিম ১২৫ আর বাইকে ৬৫ কিমির মাইলেজ। বাইকের দাম ১ লাখের মধ্যেই, রয়েছে দারুণ ফিচার্স। বাইকের সঙ্গে বাজাজ চেতক স্কুটারও উল্লেখ্য। এক চার্জে যাবে ৬৩ কিমি রাস্তা। ৫০ কিমির বেশি মাইলেজ দেবে টিভিএস রেইডার। এই বাইকে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে আসে সুজুকির বার্গম্যান স্ট্রিট। এই বাইকের মাইলেজ কমবেশি ৫৮ কিমি। সবশেষে ৫০ কিমি মাইলেজের স্কুটার। নাম- ইয়ামাহা রে জেড আর।