ক্লাসিক বাইকের মধ্যে রয়্যাল এনফিল্ড অন্যতম জনপ্রিয়। ২০২৪ সালের সেরা ৫ রয়্যাল এনফিল্ড কোনগুলি ? তালিকায় প্রথমেই আছে Royal Enfield Classic 350। এই বাইকের দাম এখন ১.৫২ লাখ টাকা থেকে শুরু। ৩৪৯ সিসি ইঞ্জিনের Hunter 350 এর পরেই। এই বাইকের মডেলটির দাম ১,৪৯,৯০০ টাকা। রয়্যাল এনফিল্ড মেটিওর ৩৫০ একটু আকারে ছোট। এর দাম শুরু হয় ২.০৪ লাখ থেকে। ৩৫০ সিসির ইঞ্জিনে Bullet 350 অন্যতম জনপ্রিয়। ১.২৪ লাখের এই বাইক মে মাস পর্যন্ত ১৩,১৬৫ ইউনিট বিক্রি হয়েছে।