এক চার্জেই ১১৩ কিমি যাবে চেতক আরবান ২০২৪ স্কুটার। এই ই-স্কুটারের সর্বোচ্চ গতি ওঠে ৬৫ কিমি প্রতি ঘন্টায়। এরপরেই আসে VIDA V1 Plus স্কুটারের নাম। ৪জি কানেক্টর সহ এই স্কুটারে তিনটি রাইডিং মোড আছে। Avon E-Star স্কুটারের গতি সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টায়। ৬৮,৯৯৪ টাকায় পাবেন এই স্কুটার, সঙ্গে রিমুভেবল ব্যাটারিও। VIDA V1 Pro এই স্কুটারটিও কিছু কম যায় না। এক চার্জে ১১০ কিমি পর্যন্ত যাবে এই স্কুটার। EOX E1 স্কুটারের সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টায়। ৭৩ হাজারেই ঘরে আনুন এই স্কুটার।