এই ৫ তুচ্ছ কারণেও কাটা হয় ট্রাফিক চালান, জানতেন ?

Published by: ABP Ananda
Image Source: ABP Live

প্রতিদিন বহু মানুষ গাড়ি নিয়ে রাস্তায় বেরোন।

Image Source: ABP Live AI

কাজে যাওয়ার জন্য, ঘোরার জন্য গাড়ি নিয়ে বেরোন অনেকেই।

Image Source: ABP Live AI

এই সময় অনেকে আবার তাড়াহুড়ো করে চটি পরেই গাড়িতে উঠে পরেন।

Image Source: ABP Live

কিন্তু এই কাজ আইনবিরুদ্ধ, এটা জানতেন ?

Image Source: ABP Live

চপ্পল পড়ে গাড়ি চালালে মোটর ভেহিকল আইনের ১৮৪ নং ধারায়

৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

Image Source: ABPLive AI

রাতে হাইবিম আলো জ্বালিয়ে রাখার সময় সামনে দিয়ে গাড়ি এলেই কাটবে চালান।

Image Source: ABPLive AI

নম্বর প্লেট স্টাইলিশ করার জন্য এর বিন্যাস উল্টেপাল্টে দিলে ট্রাফিক চালান কাটতে পারে।

Image Source: ABPLive AI

সাইলেন্ট জোনে হর্ন বাজানোও গর্হিত অপরাধ।

Image Source: ABPLive AI

আবার আপনার গাড়িতে ফার্স্ট এইড কিট না থাকলেও কাটা হতে পারে চালান।

Image Source: ABPLive AI